Sylhet View 24 PRINT

বন্দর বাজারে হকারদের আধিপত্য, যানজট আরো বাড়ছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৬ ০০:১৬:৪৫

আশরাফ আহমদ :: সিলেট নগরীর বন্দরবাজারে ঈদের আগে আরও তীব্র হচ্ছে যানজট। নগরীর পুরানলেন রাস্তার মোড় হতে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত প্রায় সারাদিন তীব্র যানজট লেগে থাকে।

এ কারণে মারত্মক ভোগান্তীতে পড়ছেন পথচারীরা। পায়ে হেটে বন্দর থেকে জিন্দাবাজারের দিকে আসা কয়েকজন পথচারীর সাথে কথা বললে, অনাকাঙ্ক্ষিত এই যানজটের জন্য তারা হকারদের প্রতি ক্ষোভ জানান।

মাহমুদ নামের একজন বলেন, হকারদের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের রীতিমতো যুদ্ধ করেই চলতে হচ্ছে। এসময় তিনি জনদুর্ভোগ কমাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী মাহমুদ হোসেন জানান, এখানে মুলত হকার বসার কারণেই যানজট তৈরী হয়। একদিকে চলছে ড্রেনের কাজ, কিছুটা জ্যাম থাকা স্বাভাবিক। কিন্তু ফুটপাত দখল করে হকাররা দোকান খুলে বসেছে।

মাহমুদ বলেন, হকারদের থেকে রাস্তা দখলমুক্ত করা ছাড়া এই জনদুর্ভোগ কমানো সম্ভব না।

জিন্দাবাজার পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা টি এস আই হোসেন আহমদ সিলেটভিউকে জানান, জিন্দাবাজারে তো তেমন একটা ফুটপাত নেই। তবে বন্দরের দিকে যারা বসে তাদের প্রায় সময় উঠিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে তারা আবারও বসে পড়েন।

হোসেন আহমদ বলেন, কিছুতেই এদের দমানো যাচ্ছে না।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ মে ২০১৯/এএ/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.