আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ঈদের পর সৌদি থেকে প্রতিনিধিরা আসবেন: প্রতিমন্ত্রী ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৬ ২০:৪২:৫৪

সিলেটভিউ ডেস্ক :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘ঈদের পরে সৌদি থেকে প্রতিনিধিরা আসবেন। তাদের সঙ্গে জয়েন্ট টেকনিক্যাল কমিটির বৈঠক হবে। সেখানে সৌদির শ্রমবাজার নিয়ে তাদের সঙ্গে কথা হবে।’ সৌদির শ্রমবাজারকে গতিশীল করতে এই বৈঠক হবে বলে জানান তিনি।

রবিবার (২৬ মে) ইস্কাটন গার্ডেনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ আমাদের জন্য কিছু করে দিবে না। আমাদের নিজেদের করে নিতে হবে।’

মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্পর্কে প্রতিমন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে আমাদের বিরাট শ্রমবাজার। এখন অনেকটা স্থবিরতা আছে। একটু আটকে আটকে আছে; তবে একেবারে বন্ধ নয়। কেন এই অবস্থা সেটা নিয়ে কাজ করতে হবে।আমি আশাবাদি মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হবে।’

মালয়েশিয়ায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপনের বিষয়টি এক সাংবাদিক উল্লেখ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে কেউ লিখিত অভিযোগ করলে আমি ব্যবস্থা নিবো। তারা আমার কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি।

তিনি জানান, আগামী দুই থেকে তিনদের মধ্যে বাংলাদেশ থেকে একটি দল মালয়েশিয়াতে যাবে। সেখানে তারা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে যোগ দিবে।

এর আগে গত ১৪ মে মালয়েশিয়া সফরকালে দেশটির মানবসম্পদমন্ত্রী কুলাসেগারন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হাজী মুহিউদ্দিন বিন হাজি মোহা ইয়াসিনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী ইমরান আহমদ। দুই দেশের মধ্যে আলোচনায় বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় একা একা কোন কাজ করতে পারে না। যার জন্য আমরা বায়রার সহায়তা নিচ্ছি। বায়রা আমাদের আরেকটি অঙ্গ। যেহেতু তারা এই ব্যবসায় যুক্ত আছে। আর একটা অঙ্গ সাংবাদিকরা। আপনারা যেভাবে লিখে যাচ্ছিলেন সেভাবে লিখে যাবেন, এটাই প্রত্যাশা করছি। ’

প্রত্যেকটি উপজেলা থেকে বিদেশি কর্মী পাঠানোর ব্যাপারে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি যে, প্রত্যেকটি উপজেলা পর্যায় থেকে বিদেশে কর্মী পাঠাতে হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহার।’

সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০১৯/ঢাটা/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন