Sylhet View 24 PRINT

ঈদুল আজহা ১২ আগস্ট, সোমবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৯ ১৭:০৩:০৫

সিলেটভিউ ডেস্ক :: ১ আগস্ট মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে এ অঞ্চলে পবিত্র ঈদুল আজহা পালন হতে পারে ১১ আগস্ট।

খালিজ টাইমস জানিয়েছে, আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জিলহজের নতুন চাঁদের সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেছে।

আইএসি’র ডিরেক্টর মোহাম্মদ শওকত বলেন, ‌\\\'আশা করি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে কোনো ধরণের মতভেদ হবে না।\\\'

তিনি বলেন, \\\'আরব বিশ্বের অধিকাংশ এলাকায় মানুষ খালি চোখে এবং টেলিস্কোপের মাধ্যমে খুব সহজে এবং পরিষ্কারভাবে জিলহজের নতুন চাঁদ দেখতে পাবে।\\\'

প্রতিবছর জিলহজের নতুন চাঁদ দেখার দিন ঘোষণা করে সৌদি আরব। অধিকাংশ মুসলিম দেশই এই তারিখ মেনে নেয়, যেহেতু ঘোষিত দিন অনুসারে পবিত্র হজের আনুষ্ঠানিকতাও সম্পর্কিত।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়া, উপমহাদেশসহ বাংলাদেশে চাঁদ দেখা অনুসারে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করা হয়। সে হিসাবে এসব অঞ্চলে জিলহজের নতুন চাঁদ দেখা যাবে ২ আগস্ট।

আর ১২ আগস্ট, সোমবার ঈদুল আজহা পালিত হবে। তবে ইউরোপ ও পশ্চিম আমেরিকার অধিকাংশ দেশে সৌদি আরবকে অনুসরণ করে।

একইভাবে আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস (এইউএএস) জানায়, জিলহজের নতুন চাঁদ ওঠার সম্ভাব্য তারিখ ১ আগস্ট।

এইউএএস\\\'র গুরুত্বপূর্ণ সদস্য ইবরাহিম আল জারহওয়ান বলেন, \\\'সূর্যাস্তের পর ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে নতুন চাঁদ।\\\'

সিলেটভিউ২৪ডটকম/ ৯ জুন ২০১৯/ডেস্ক/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.