Sylhet View 24 PRINT

একসাথে সিলেটের অতীত বর্তমান ও ভবিষ্যৎ মেয়র!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৯ ১৯:৩৭:২৩

এনামুল কবীর :: একজন বর্তমান, একজন সাবেক। অপরজনকে আবার ভবিষ্যৎ মেয়র হিসাবে দেখছেন সিলেটের সচেতন নাগরিকেরা।

রবিবার সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানে এই তিনজন একসাথে  উপস্থিত হয়ে আলো ছড়িয়েছেন। একজন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

অপরজন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

অপরজনকে সিলেটের ভবিষ্যৎ মেয়র হিসাবে দেখছেন সচেতন নাগরিকদের কেউকেউ। তিনি দি সিলেট চেম্বারের সদ্যনিযুক্ত প্রশাসক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ  উদ্দিন আহমদ।

সিলেট সিটি কর্পোরেশনের গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এরপর তিনি ঘোষণা দিয়েছিলেন, মেয়র পদে আর নির্বাচন করবেন না।

এদিকে আসাদ উদ্দিন গত নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য ব্যাপক দৌড়ঝাঁপ করেছেন। তবে দল কামরানকেই মনোনয়ন দিয়েছিল। এরপরও আসাদ দলের পক্ষে নির্বাচনী ময়দানে ছিলেন।

আগামী নির্বাচনে যাতে মনোনয়ন আদায় করতে পারেন, সেই লক্ষে এখনো তিনি কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, মোটামুটি আগামীতে আসাদের দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত। সেই হিসাবে তার ভক্ত অনুরাগীরাসহ অনেকেই তাকে ভবিষ্যৎ মেয়র হিসাবে আখ্যায়িত করতে শুরু করেছেন।

রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও সিলেটের রাজনীতিবিদরা প্রায়ই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে একসাথে উপস্থিত হয়ে পরস্পরের সাথে কুশলাদী বিনিময় করেন। এটি সিলেটের পুরানো ঐতিহ্য।

তারই ধারাবাহিকতায় এই তিন নেতা রবিবার দুপুরে মিলিত হয়েছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মাইশা তুহেরী ইসলামের বিয়ে ছিল নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে।

সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ভবিষ্যতের সম্ভাব্য মেয়র আসাদ উদ্দিন আহমদ আসাদ বর-কনেকে শুভেচ্ছা জানান ও দোয়া করেন।

এসময় তারা তিনজনই একসাথে ছবি তুলতে হাসিমুখে মিডিয়া কর্মীদের সামনে দাঁড়িয়েছিলেন। অনুরাগীদের কেউকেউও ছুটেছিলেন তাদের কাছে। তারাও খুশী মনে অনুরাগীদের দাবি মিটিয়েছেন সসম্মানে।

সিলেটের এই তিন নেতার স্বতঃস্ফুর্ত উপস্থিতি অনুষ্ঠানটির আকর্ষণ বহুগুণ বাড়িয়েছে বলে মনে করছেন উপস্থিত দলীয় নেতাকর্মী, বর ও কনে পক্ষ।

সিলেটভিউ২৪ডটকম/ ৯ জুন ২০১৯/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.