আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের সাবেক ডিআইজি মিজানের বিপুল অবৈধ সম্পত্তির সন্ধান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৯ ২২:০৪:৩৯

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের সাবেক ডিআইজি মিজানুর রহমানের বিপুল অংকের অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি তার বিরুদ্ধে অনুসন্ধান শেষ হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন ।

প্রতিবেদনে ডিআইজি মিজান ছাড়াও তার এক ভাই ও ভাগ্নের নামে করা সম্পদসহ মোট ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে।

এনামুল বাছির বলেন, মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিলের পরই চতুর এই ডিআইজি তার নামে নানা অপবাদ ছড়িয়ে দিচ্ছেন।

সূত্র জানায়, দুদকের পরিচালক ২৩মে কমিশনে মিজানের বিরুদ্ধে মামলার সুপারিশসহ অবৈধ সম্পদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়, ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার সম্পদ রয়েছে ডিআইজি মিজানের।

এর মধ্যে তার নিজের নামে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৯৬ লাখ ৯২ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া ছোট ভাই মাহবুবুর রহমানের নামে তার নিজের সম্পদ রয়েছে ৯৫ লাখ ৯১ হাজার টাকার।

মিজানের স্ত্রীর বিরুদ্ধেও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ৯ জুন ২০১৯/ডেস্ক/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন