আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

হবিগঞ্জে আবারও অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১১ ১৯:১৬:৩০

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ঘটনাটি ঘটেছে জেলার বাহুবল উপজেলার হরিপাশা গ্রামে।

মঙ্গলবার ভোররাতে ওই গ্রামের ব্যবসায়ি মো. মকসুদ মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, রাতে মকসুদ মিয়া মিরপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়েছিলেন। ভোররাতে ৫/৬ জনের একটি ডাকাতদল মকসুদ মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা রান্না ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে তার (মকসুদ মিয়ার) মা ও বোনদের অস্ত্রের মূখে জিম্মি করে নেয়। পরে তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

ডাকাতরা চলে গেলে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাফেক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে সোমবার (১০ জুন) ভোররাতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে একটি পরিবারকে অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরপর দুটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।



সিলেটভিউ২৪ডটকম/১১ জুন ২০১৯/কেএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন