আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জৈন্তাপুরে ৫৫ বোতল বিদেশী মদসহ আটক ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১৫:৩৯:৩৬

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ৫৫ বোতল মদসহ মাদকব্যবসায়ী আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকিরের নির্দেশে জৈন্তাপুর মডেল থানার এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে এএসআই হরিধন, এএসআই রুবেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নিজপাট ইউনিয়নের পূর্ব গৌরীশংকর গ্রামের নিখিল দাশের ছেলে ঝুনু কান্তি দাশ (২২) কে ৫৫ বোতল মদসহ আটক করে।

এসময় তার বসতঘর এবং বসত ঘরের পার্শ্ব হতে ৪৫ বোতল ওসি ব্লু এবং ১০ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘ দিন থেকে ভারতের বিভিন্ন ব্যান্ডের মদ ও মাদকজাত দ্রব্যাদির বড় বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে। একাধিক বার পুলিশ হানা দিলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে ভারতীয় মদের একটি চালান কৌশলে ঝুনু দাশ বাংলাদেশে নিয়ে আসে। পুলিশ তার গতিবিধির উপর নজর রাখে। রাত ৮টায় চালান নিয়ে আসলে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে ৫৫ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন, উপজেলায় মাদক নির্মূল পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় মাদকসহ তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যহৃত রয়েছে।

তিনি জৈন্তাপুরকে মাদক মুক্ত করতে সচেতন মহলকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান।




সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/এমএইচ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন