আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

তাহিরপুরে 'লজিক' প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১৭:২৮:২৬

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলমের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তন্য রাখেন- ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নুরুল ইসলাম, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো- অর্ডিন্টের মো. আসাদুল হক, লজিক প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম, সাবেক সদস্য শাহনুর মিয়া, আবুল মিয়া, নুরুল আমিন, সাজিনুর মিয়া, আলী হোসেন, আব্দুল হালিম, সুদাংশু দাস, সংরক্ষিত সদস্যা সখিনা বেগম, হাজারা বেগম, মিনারা বেগম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন- শ্রীপুর (উত্তর) ইউনিয়ন লজিক প্রকল্পের সি এম এফ হালিম আক্তার জনি ও শেখ আব্দুল মবিন ।



সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/এমএআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন