Sylhet View 24 PRINT

কমলগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে বাশেঁর খাঁটি অপসারণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১৭:৪৭:৪৪

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয় থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ বাশেঁর খাঁটি অপসারণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে নিষিদ্ধ এসব বাশেঁর খাঁটি জব্দ করা হয়।

জানা যায়, শমশেরনগর কেছুলোটি, সতিঝির গ্রাম, পতনঊষারের ধুপাটিলা, মকাবিল, শ্রীস‚র্য্য, হালাবাদি, মাইজগাও, পতনঊষার, মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর, বনবিষ্ণপুরসহ বিভিন্ন জলাশয়ে স্থানীয় অসাধু একটি চক্র নিষিদ্ধ কারেন্টজাল ও বাশেঁর খাঁটি পুতে মাছ শিকারে তৎপর হয়ে উঠছে। কারেন্ট জালে আটকা পড়ে মাছের পোনা থেকে শুরু করে মা মাছ, সাপ, ব্যাংঙ, কুচিয়াসহ বিভিন্ন ধরণের জলজ প্রাণী মারা যাচ্ছে। অবৈধ বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করার কারণে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা ও মাছের গতি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই রহিমপুর ইউনিয়নের পালিতকোনা ও ফরকানালায় কয়েক হাজার টাকা মূল্যের বাশেঁর খাঁটি অপসারণ করা হয়েছে।

এসময়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্ল্যাা, কমলগঞ্জ থানার এসআই তোফায়েল ইসলামসহ পুলিশ একটিদলের  সহায়তায় বাশেঁর খাঁটি অপসারণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বাশেঁর খাঁটি অপসারণ করে নিলামে বিক্রি করা হয়।  



সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/জেএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.