Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ১৮:০৬:৫২

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মিজান রহমানের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ২টায় গোলাপগঞ্জ মডেল থানা অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ সার্বিক কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনসহ সব ধরনের ন্যায় সঙ্গত কাজে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ-সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধক্ষ জালাল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক হারিছ আলী, খালেদ আহমদ, মাহমুদুল হাসান বাচ্চু, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, জয় রায় হিমেল প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/এএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.