Sylhet View 24 PRINT

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট ২৩ জুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ২০:০২:১৬

সিলেট :: সিলেট বিভাগে আগামী ২৩ জুন পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আজ বুধবার সিলেট, বি-বাড়ীয়া, হবিগঞ্জ ও সুনামগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকের উদ্যোগে আয়োজিত সভায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়। দক্ষিণ সুরমাস্থ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি ১৪১৮) এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলের জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী।

সভায় বক্তারা বলেন, ‘গত ৩ জুন সিলেট-সুনামগঞ্জ রোডে বিআরটিসির বাস চালু করা হয়েছে। পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা না করে হঠাৎ এ ধরনের হঠকারী সিদ্ধান্তের ফলে মালিক ও পরিবহন শ্রমিকদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। বিআরটিসি গাড়ি রাস্তায় চলাচল করতে ডিপো থাকার কথা থাকলেও থাকলেও সুনামগঞ্জে তা নেই। পরিবহন সেক্টরকে বিলুপ্ত করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে একটি স্বার্থান্বেষী মহল। অনতিবিলম্বে সিলেট-সুনামগঞ্জ রোডে বিআরটিসি বাস চলাচল বন্ধ রাখতে হবে।’

আগামী ২২ জুনের মধ্যে বিআরটিসির বাস বন্ধ না রাখলে ২৩ জুন থেকে সিলেট বিভাগ ও বি-বাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি ১৪১৮) এর সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক নুরুল হক, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মৌলভীবাজার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, সিলের জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর কবির পলাশ, হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বি-বাড়ীয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কার্যকরী সভাপতি ওমর ফারুক জীবন, বি-বাড়িয়া জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল, বি-বাড়ীয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি রোড কমিটির সম্পাদক নিয়ামত খান, বি-বাড়ীয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদ, সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সুমামগঞ্জ জেলা অটোরিক্সা বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন ১৬৯৩ এর সভাপতি আপ্তাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু ইমা-লেগুনা ইউনিয়নের সভাপতি মদুন মিয়া, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির নেতা আব্দাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, গোলাম ফারুক, শংখ শুভ্র রায়, সফিকুর রহমান, ময়নুল হক, হাজী জিলু মিয়া, মতছির আলী, ইনছান আলী, মামুনুর রশীদ, আজাদ মিয়া, ইরণ মিয়া প্রমুখ।

সভায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. রুনু মিয়া, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন রফিক, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মুহিন, সহ-সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ সোনাফর আলী লাকী, কোষাধ্যক্ষ মো. সামছুল হক মানিক, সদস্য সোয়েব আহমদ, আতিকুর মিয়া, হাফিজুর রহমান হাব্বিব, বাদল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.