Sylhet View 24 PRINT

নবীগঞ্জে ইটভাটা সীলগালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ২০:১৭:২৮

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামের রোমান ব্রিক্সকে (ইটভাটা) সীলগালা করে দিয়েছে প্রশাসন।

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান নবীগঞ্জ থানার একদল পুলিশ কে সাথে নিয়ে দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর এলাকায় অবস্থিত মেসার্স রোমানা ব্রিকস ফিল্ডে সিলগালা করেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান জানান- হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের নির্দেশে আমরা রোমান ব্রিকস সিলগালা করেছি। প্রায় ৯ বছর দরে ব্রিকস ফিল্ড কতৃপক্ষ লাইসেন্স নবায়ন করেন নি। তাছাড়া পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি ও নেই তাদের ।

সরকারের রাজস্ব ফাকি দিয়ে তিনি ইটভাটার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যা ইট পুরানো আইন (নিয়ন্ত্রন) ২০১৩ পরিপন্থি। তাই তাদের সকল কার্যক্রম বন্ধ করে এবং সিলগালা করে এসেছি ।

সিলেটভিউ২৪ডটকম/ ১১ জুন ২০১৯/এএইচ/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.