Sylhet View 24 PRINT

প্রচন্ড গরমে অতিষ্ট সুনামগঞ্জের জনপদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৩ ১৫:৫৪:৩৪

সুনামগঞ্জ প্রতিনিধি :: গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে সুনামগঞ্জের জনপদ। গত বুধবার থেকে তাপমাত্রা বেশি অনুভব হচ্ছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

এমন তপ্ত আবহাওয়ায় সুনামগঞ্জের জনজীবনে মারাত্মক অস্বস্তি বেড়েই চলছে। নারী পুরুষ, ছেলে-বুড়ো কেউই রক্ষা পাচ্ছেন না গরমের অতিষ্ঠতা থেকে। তবে বেশী ভোক্তভোগী হতে হচ্ছে বয়স্ক ও শিশুসহ নবজাতকদের ক্ষেত্রে।

অনেকেই পানিবাহিত রোগ, জন্ডিস, নিমোউনিয়াস জ্বরে আক্রান্ত হচ্ছেন। প্রাপ্ত-অপ্রাপ্ত বয়স্ক কেউ কেউ ভুগছেন ডায়রিয়ায়। জেলা সদর হাসপাতালে রোগীদের উপস্থিতি লক্ষ করার মতো।

এদিকে গরমে স্বস্তি পেতে গাছের ছায়ায় বা ঘরে বসে থাকতে দেখা গেছে কর্মক্ষম মানুষদের। বাঁধা সাজছে বিদ্যুতে। ভোক্তভোগীদের জন্য লোডসেডিং হয়ে উঠছে মরার উপর খাড়ার ঘাঁ। জৈষ্ঠের শেষ ও আষাঢ়ের শুরুতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও টানা তাপদাহে জ্বলছে গ্রামের মাঠঘাট, শহরের অলিগলি,বিপনী বিতান, ফুটপাত, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান।

গরম থেকে প্রশান্তি পেতে গ্রাম-শহরের পুকুর-ডুবা, খাল-বিল, নদীতে সাঁতার কাটতে দেখা গেছে শিশুদের। লেবুর শরবত বা আখের শরবত পানে ফুটপাতের দোকানে ভীড় জমতে দেখা গেছে বিভিন্ন বয়সের লোকদের। গ্রাম-শহর, ঘরে-বাহিরে, অফিস-আদালত, দোকান-পাঠে সব খানেই মানুষের মুখে বৃষ্টির জন্যে প্রার্থণা।

শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়া বলেন, গরমে টিকা দায় হয়ে পড়েছে। ঘরে বাহিরে কোথাও শান্তি নেই। যেনো আগুন ঝরতেছে। গরমে মানুষ অসুস্থ হয়ে পড়বে।

ব্যবসায়ী সুলেমান বলেন, গরমে কারনে ক্রেতার উপস্থিতি কম। বেচাবিকি ভালো যাচ্ছে না। আমরাও দোকানে বসতে পাচ্ছি না। বৃষ্টি না হলে মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে।

এদিকে সুনামগঞ্জে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ সাইদ আলম চৌধুরী বলেন, বুধবার সুনামগঞ্জসহ সিলেট অঞ্চলে তাপমাত্রা বেশি ছিলো। বৃহস্পতিবার তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।



সিলেটভিউ২৪ডটকম/১৩ জুন ২০১৯/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.