আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৩ ১৭:৫৯:৪১

সিলেট :: বিশ্ব দুগ্ধ দিবস ২০১৯ উপলক্ষে 'দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পূরণ করি' প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশন বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার নগরির খাদিমনগরে অবস্থিত সামাজিক প্রতিবন্ধি মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র এবং রায়নগরে অবস্থিত জামেয়া দারুল উলুম মাদ্রাসার এতিম শিশুদেরকে বিনামূল্যে দুধ পান করানো হয়। পাশাপাশি আগামিতেও বছরে বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিতদের মধ্যে বিনামূল্যে দুধ বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুব ই এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিয়ার রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু, অধ্যাপক ড. জসিম উদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক জনাব সামছুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. জুনায়েদ কবীর, কোম্পানিগঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌস দীপ্তি, সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সদস্য সচিব মোতাহের হোসেন সোহেল, আমজাদ হোসেন রাশেদ, এজাজ আহমদ, শাকিল জামান, নাসিম আহমদ হামীম, নুরুল কবীর সিদ্দিকী, বেলায়েত খান, জাহেদ আব্দুল্লাহ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ জুন ২০১৯/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন