Sylhet View 24 PRINT

বড়লেখায় ১৯ নারী পেলেন ছাগল ও ভেড়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৮:৪৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের ১৯ জন নারীকে দুটি করে ছাগল ও ভেড়া দেওয়া হয়েছে।

অতিদরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উপকারভোগী নারীদের এসব ছাগল ও ভেড়া দেওয়া হয়।

রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে নারীদের হাতে ছাগল ও ভেড়া তুলে দেন বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সমন্বয়কারী সফিউল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্নকারী সৈয়দ সামাদ, কারিগরি কর্মকর্তা মতিউর রহমান, উপকারভোগী খালেদা বেগম, তাছলিমা বেগম প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/১৬ জুন ২০১৯/এজেএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.