আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

পাসপোর্ট না পেয়ে বিএনপি নেতা রাজ্জাকের রিট, শুনানী সোমবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৯:১৮:৫৯

নিজস্ব প্রতিবেদক :: নবায়নের জন্য জমা দেয়ার এক বছরেও পাসপোর্ট ফেরত না পাওয়ায় উচ্চ আদালতে রিট করেছেন বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো. আবদুর রাজ্জাক।

রবিবার (১৬ জুন) তিনি এই রিট আবেদন (নং৬৪৭৬/১৯) করেন। সোমবার রিট আবেদনের শুনানী হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে তিনি বিবাদী করেছেন স্বরাষ্ট্র সচিব, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন এন্ড পাসপোর্টের মহা পরিচালক, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক ও সহকারি পরিচালককে।

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, যুক্তরাষ্ট্রের ভিসা সম্বলিত তার ও তার স্ত্রী খন্দকার শাহানারা বেগম পান্নার পাসপোর্ট নবায়নের জন্য সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে জমা দেন গত বছরের ৩ জুন।

এর ১৫ দিন পর স্ত্রীর পাসপোর্ট পেলেও পরিচালকের স্বাক্ষর বাকি আছে বলে তার পাসপোর্ট আটকে রাখা হয়। এনিয়ে পাসপোর্ট অফিস সংশ্লিষ্টদের কাছে উকিল নোটিশ পাঠিয়েও তিনি কোন প্রতিকার পাননি তিনি। এমতাবস্থায় রবিবার তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন।

রিট আবেদনটির শুনানী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আবদুর রাজ্জাকের আইনজীবী কামরুজ্জামান চৌধুরী সেলিম।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুন ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন