আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুনামগঞ্জে বিল ব্যবহারকারীদের মাঝে লভ্যাংশ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৭ ২৩:০৩:১২

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জে হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জাতীয় জীবনমান উন্নয়ন প্রকল্প এলজিইডি দক্ষিণ সুনামগঞ্জের আয়োজনে বাগুয়া, দিঘা, মাটিয়া ও চাপড়া বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের মাঝে লভাংশ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রকল্প সমন্বয়কারী ভুদেব চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জেলা ফিল্ড সুপার ভাইজার মো. মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা এসএম ফিস কর্মকর্তা মো. হাবিবুল্লা রহমান প্রমুখ।

সভায় বিল ব্যবহারকারী সংগঠনের ৪৩ জন সদস্যের মধ্যে ২ হাজার ৩শ' টাকা করে লভ্যাংশ বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুন ২০১৯/এসকে/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন