আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শিবগঞ্জে ‘সিলেট খাদ্য ভান্ডার-২’ এর উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ০১:১৭:০৫

সিলেট :: সিলেট নগরীর উপশহরের মেইন রোডস্থ শিবগঞ্জে ‘সিলেট খাদ্য ভাণ্ডারে’র দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জুন) বাদ আসর মিলাদ মাহফিল শেষে ফিতা কেটে ‘সিলেট খাদ্য ভান্ডার-২’ এর উদ্বোধন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ সোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম।

মিলাদ মাহফিল শেষে সিলেট খাদ্য ভাণ্ডারের সত্ত্বাধিকারী মোহাম্মদ জিল্লুল হকের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক বদরুল হক তাপাদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি হিসেবে প্রতিষ্ঠান পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, ব্যাংকটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শিবগঞ্জ শাখার ব্যাবস্থাপক মইজ উদ্দিন, ডিবি পুলিশের মৌলভিবাজার জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আলী মূর্তজা কিবরিয়া, জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিদ্দিকী, প্রচার সম্পাদক মাসুক আহমদ খান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এইচ আর সুমন, ২২ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. সুহেল তালুকদার।

এছাড়াও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুর রউফ মিলাদ, এডভোকেট রেজয়ানুল ইসলাম, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল্লাহ চৌধুরী, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ্য রহমতে এলাহী লস্কর নাইম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জুলকার নাইন তাপাদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল কাইয়ুম তাপাদার, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাসেল আহমদ চৌধুরী, বিএনপি নেতা কিরণ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার লিমন চৌধুরী, হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন, সাংবাদিক হুমায়ুন কবীর লিটন, সাংবাদিক মারুফ খান মুন্না, ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম খসরুল, লালদিঘিরপাড়ের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, স্কলার্সকেয়ার একাডেমীর সিনিয়র শিক্ষক উবায়দুল হক তাপাদার, ছাত্রনেতা তানভীর মাহমুদ, রেদয়ানুল হক তাপাদার, আদনান আহমদ তাপাদার, সাজিদ আহমদ ও জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় মুরব্বীয়ান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৮/প্রেবি/এসডি

 

 

@

শেয়ার করুন

আপনার মতামত দিন