আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ধর্ষণ মামলায় ছুরত আলীকে জেলহাজতে প্রেরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১৪:৪০:৩৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের খাদিমনগরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ ঘটনার আসামি ছুরত আলী (৭০) কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হকের আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে ধর্ষক সুরত আলী উচ্চ আদালতের নির্দেশে জামিনে ছিল।

মামলা সূত্রে জানা যায়, সিলেট নগরীর খাদিমনগর শাহপরান ইসলামাবাদ এলাকায় গত ৩১ মার্চ বিকেলে সুরত আলী ওই শিশুকে তেঁতুল খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় শিশুর চিৎকারে খেলার সঙ্গীরাসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে ধর্ষক সুরত আলী পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এরপর শিশুর পিতা আল আমিন গত ৪ এপ্রিল শাহপরান (রহ.) থানায় মামলা করেন। মামলার পর উচ্চ আদালত থেকে জামিন নেয় ধর্ষক সুরত আলী। গত ২০ মে আদালতে সুরত আলীকে একমাত্র আসামি করে চার্জশিট দেয় পুলিশ।

এদিকে শিশু ধর্ষন ঘটনার পর খাদিমগরবাসীসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেন। এছাড়া ধর্ষককে বাঁচাতে তার অনুসারীরাও ধর্ষণ ঘটনাকে মিথ্যা আখ্যায়িত করে মানববন্ধন করেন।



সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৯/এসএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন