আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সম্প্রীতির বার্তা নিয়ে ভারতের মায়াপুর থেকে সিলেটে শ্রীনিত্যানন্দের পাদুকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১৫:৫০:০৫

সিলেট :: দুই দেশের সম্প্রীতির বার্তা নিয়ে ইসকন মায়াপুর থেকে বাংলাদেশে পাড়ি দিচ্ছে নিত্যানন্দ প্রভুর পাদুকা যুগল।

বুধবার (১৯ জুন) কলকাতা বিমানবন্দর হয়ে বাংলাদেশের ইসকন সিলেটে পৌঁছিবে নিত্যানন্দ প্রভুর কাঠের পাদুকা।

ইসকন সিলেট মন্দিরে বুধবার এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, মহা অভিষেক,আরতি, কীর্তনমেলা,মহিমা কীর্তন, মহাপ্রসাদ বিতরণ।

অভিষেক হওয়ার পর মায়াপুরে ফিরবে শ্রীনিত্যানন্দ প্রভুর পাদুকা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- ইসকন জিবিসি ও দীক্ষাগুরু শ্রীমৎ ভক্তি চারু স্বামী মহারাজ, ইসকনের অন্যতম জিবিসি শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন মায়াপুর ধামের প্রধান পুজারি শ্রীপাদ জননিবাস দাস ব্রহ্মচারী ও শ্রীপাদ ব্রজবিলাস দাস।

৫০০ বছরের পুরনো শ্রীনিত্যানন্দ পাদুকা যুগলের আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় গেলেও, এবারই প্রথম বিদেশে পাড়ি দিচ্ছে। সম্প্রীতি ও দুই দেশের সুসম্পর্কের বন্ধন অটুট রাখতেই পাদুকা পাঠানো হচ্ছে বলে ইসকন সিলেট নেতৃবৃন্দরা জানান।

ভারতের পশ্চিমবঙ্গ মায়াপুর ধামে ইসকনের তত্ত্বাবধানে রয়েছে শ্রীনিত্যানন্দ প্রভুর পাদুকা যুগল।



সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৯/এসএমডি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন