Sylhet View 24 PRINT

উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৯ ২০:৩৮:১৩

সিলেট :: বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর আয়োজনে বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের নিয়ে দিনব্যাপী ‘উগ্রবাদ প্রতিরোধ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারের উদ্বোধন করেন সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ। উদ্বোধনকালে তিনি বলেন, উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়গুলোর প্রতি সবাইকে আরও সতর্কতার সহিত গুরুত্ব দিতে হবে। উগ্রবাদ ও জঙ্গিবাদ নিরসনে জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ। এমতাবস্থায় বিশে^র বিভিন্ন দেশ জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশকে রোল মডেল হিসেবে গণ্য করে।

উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিএমপির উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) এ এইচ এম আব্দুর রকিব বিপিএম, পিপিএম, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, ডিএমপির (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, সিলেট জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম, ডিএমপির (সিটিটিসি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহফুজা লিজা, ডিএমপির (সিটিটিসি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ জুন ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.