আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ১২:২১:২৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট বিভাগে স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩২টি। ‘ম্যাপিং অব হেলথ প্রফেশনাল এডুকেশন ইনস্টিটিউশন ইন বাংলাদেশ (স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্র)’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বাংরাদেশে স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে ভারসাম্যহীনভাবে। স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের সিংহভাগই ঢাকা বিভাগে অবস্থিত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে সর্বাধিক ২৭৯টি স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ঢাকায়। দ্বিতীয় সর্বাধিক ১৩১টি আছে রাজশাহী বিভাগে। এরপর ক্রমান্বয়ে চট্টগ্রামে ৬৪টি, রংপুরে ৫৭টি, খুলনায় ৫৫টি, সিলেটে ৩২টি, ময়মনসিংহে ৩২টি এবং বরিশাল বিভাগে ২৪টি স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, দেশে বর্তমানে স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেডিকেল কলেজ ১০৫টি, ডেন্টাল কলেজ/ইউনিট ৩৫টি, মেডিকেল অ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুলস ২০৮টি, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ১০৫টি, নার্সিং কলেজ ৬৪টি এবং নার্সিট ইন্সটিটিউট ১৫৭টি।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন