আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে গুড়ো দুধে আমদানি শুল্ক বৃদ্ধির দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ১৮:১২:১৭

নিজস্ব প্রতিবেদক :: ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেটে গুড়ো দুধ আমদানিতে শুল্ক ৫০% এ উন্নিতকরণের খামারীদের ন্যায্য দাবি প্রতিফলিত না হওয়ায় সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভার শুরুতে সিলেটের কুলাউড়ায় মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিদেশ থেকে আমদানিকৃত গুড়োদুধে শুল্ক ৫০% এ উন্নিতকরণসহ খামারিদের পক্ষ থেকে দেয়া ১০ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

সংগঠনের সদস্য সচিব মোতাহের হোসেন সোহেলের সঞ্চালনায় ও আহবায়ক ফখরুদ্দিন রাজির সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম আহবায়ক মাআয রেজা চৌধুরী, সুহেল আহমদ, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, এজাজ আহমেদ, শাকিল জামান, মোহাম্মদ আলী, নুরুল কবীর সিদ্দিকী, মেহরুজ রহমান, জাহেদ আব্দুল্লাহ প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/২৪ জুন ২০১৯/এসজে/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন