আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

উপশহরে ৫ লাখ টাকা ছিনতাইয়ের পর আটক ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৫ ২১:৩৮:৫০

সিলেটভিউ ডেস্ক :: সিলেট নগরীর উপশহর থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ২টার দিকে উপশহর সাউথ-ইস্ট ব্যাংকের সামনে থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা সিলেটভিউকে জানান, বোরহান ও মিলাদ নামের দুই ব্যক্তি সাউথ ইস্ট ব্যাংক উপশহর শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করার পর ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণের মাধ্যমে অভিযানে নামে। অভিযান পরিচালনা করে সন্ধ্যায় সিলেট নগরীর লামাপাড়া এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও আটক করা হয়েছে।

তিনি জানান, আটক হওয়া ছিনতাইকারী সুজনের লামাপাড়া এলাকার মোহিনী-১৬০ নম্বর বাসার ঘরের আলমিরা থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একই এলাকার বাসিন্দা অপর ছিনতাইকারী সিকান্দারের সন্ধান দেন। পরে পুলিশ সিকান্দারকে আটক করে বাকি টাকা উদ্ধারে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

শাহপরাণ (র.) থানা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০১৯/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন