আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৬ ১৫:২১:২৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ‘সুস্বাস্থ্যই সুবিচার মাদকমুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে পালিত হল মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।

বুধবার সকালে এ উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের মধ্যে ছিল- মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট- ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরী, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ৪নং উওর কুশিয়ারা ইউনিয়ন আহমেদ জিলু, ৫নং উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিন সহ
উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।


সিলেটভিউ২৪ডটকম/২৬ জুন ২০১৯/এফইউ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন