আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কাউন্সিলর আফতাব মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ০০:৩৬:২৯

সিলেট :: ফুটবল খেলাকে তৃণমুল পর্যায়ে জনপ্রিয় করার লক্ষ্যে ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার সিলেট নগরীর এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ মুরব্বি আব্দুল মুকিত খানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন- খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পারলেই সমাজ থেকে বিভিন্ন অপরাধ কমে যাবে, ফুটবল খেলাকে তৃনমূল পর্যায়ে পৌছে দেয়ার লক্ষেই যারা মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। খেলাধুলার পাশাপাশি এলাকার উন্নয়নে সকল মহলের সহযোগীতা কামনা করছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, প্রবীণ মুরব্বি আপ্তাব উদ্দিন, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, সাবেক ফুটবলার হাসান আলী বাদল, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের সাবেক কর্মকর্তা কামরুজ্জামান কমরু, রাজনীতিবিদ লল্লিক আহমদ চৌধুরী, আব্দুল খালিকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্যোক্তা নওশেরান চৌধুরীর স্বাগত বক্তব্যে কাউন্সিলর আফতাব হোসেন খান ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সৈয়দ কামাল আহমদ, সাবেক ফটবলার আব্দুল মতিন ও আব্দুল হাসিম, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম স্বপন, সিদ্দক আহমদ, রুহিন আহমদ, জুলহাস আহমদ জুসেফ, যুবলীগ নেতা ইমাদুর রহমান লিটন, তোফায়েল আহমদ, গৌছুল আলম প্রমুখ। সভায় বক্তারা সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/ প্রেবি/ডিজেএস


শেয়ার করুন

আপনার মতামত দিন