আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে ৪ লাখ টাকা চুরিরর ঘটনায় গ্রেফতার ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ১৫:৩৯:২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা থানার শ্রীপুর মোকামাবাড়ির মৃত মুকুন্দ দাসের ছেলে মিঠুন দাস ওরফে লিটন (২১), পরিমল দাসের ছেলে শিপলু দাস (২২) ও কামালবাজারের মিরপুরের পুর মিয়ার ছেলে জুনায়েত ওরফে জুনেদ (৩০)।

সিলেটের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান খান জানান, গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যানুসারে স্কুলটির পেছনের পুকুর থেকে চুরি হওয়া লকারটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জুন বিকাল থেকে ১৯ জুন সকাল ৭টার মধ্যবর্তী কোনো এক সময়ে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে চুরির ঘটনা ঘটে। স্কুলের প্রশাসনিক ভবনের ২য় তলার পশ্চিম দিকের হিসাব শাখার কক্ষে প্রবেশ করে লোহার লকারে থাকা ৩ লাখ ৯৯ হাজার ৬৪৫ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ লকারটি নিয়ে যায়।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দাখিলকৃত অভিযোগ ২৬ জুন মামলা হিসেবে গ্রহণ করে জৈন্তাপুর থানা।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন