আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বৃষ্টিভেজা দিনেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল এমসি কলেজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ১৬:২১:৩০

এমসি কলেজ প্রতিনিধি :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ১২৭ বছরের ইতিহাসে প্রথম জন্মদিন পালনের কর্মসূচী।

বৃহস্পতিবার সকালে ১১টায় এমসি কলেজের জন্মদিন পালনের জন্য কলেজ ক্যাম্পাসে ভিড় করতে থাকেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এরপর সবার উপস্থিতিতে সকাল ১১.২০ মিনিটের সময় কলেজ অডিটোরিয়ামের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে শেষ হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দের নেতৃত্বে শোভাযাত্রায় উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কলেজের শিক্ষক পরিষদের সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পরে দুপুর ১২ টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী কমিটির আহবায়ক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরী ও সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের যৌথ সঞ্চালনায় উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় তারা ঐতিহ্যবাহী কলেজটির ইতিহাস ও সফলতা তুলে ধরে ভবিষ্যতে ও এ দ্বারা অব্যাহৃত রাখার আহবান জানান।

পরে শতবর্ষী কলেজটির প্রথম প্রতিষ্ঠা বার্ষীকির কেক কাটা হয়।

এদিকে দেশের প্রাচীণ এই  কলেজটির প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষ্যে সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে এমসি প্রশাসন। আছে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীও।

উল্লেখ্য, ১৮৯২ সালের ২৭ জুন তৎকালীন আসাম প্রদেশের একমাত্র এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানির প্রতিষ্ঠা করেন সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র সেন। ১৪৪ একর জায়গার বিশাল এই কলেজটিতে বর্তমানে ১৪৫০০ শিক্ষার্থী লেখাপড়া করেছেন।



সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/এএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন