আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে ইয়াবা ব্যবসায়ী বিধান আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৭ ১৯:০৯:৪০

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবা ব্যবসায়ী বিধানকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে আটককালে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭জুন) দুপুর ১২টারদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার রুপসপুর এলাকার একটি ভাড়া বাড়ী থেকে তাকে আটক করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু জাফর, এএসআই উত্তম পাল, সিপাহী আবুল কালাম আজাদ, তামান্না সুলতানাসহ মৌলভীবাজার রিজার্ভ পুলিশের সঙ্গীয় ফোর্সগন অংশ নেন।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই উত্তম পাল সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে জানান, বৃহস্পতিবার বিকেলে বিধান দেব কে শ্রীমঙ্গল থানায় সোর্পদ করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা রজু করেন।

তিনি জানান,বিধান দেব পাইকারি ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন যাবত সে এ ব্যবসায় জড়িত।

গ্রেফতারকৃত বিধান দেব (৪৫) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর এলাকার মৃত বিনয় দেব ছেলে।



সিলেটভিউ২৪ডটকম/২৭ জুন ২০১৯/এমআইএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন