আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট মিরর পুরস্কারের জন্য চার কীর্তিমানের নাম ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১০ ১৭:৫৪:৫০

নিজস্ব প্রতিবেদক :: ঘোষণা হলো ‘সিলেট মিরর পুরস্কার’ প্রাপ্তদের নাম। বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর। দৈনিকটির পক্ষ থেকে প্রতিবছরই সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও শিক্ষা এই চার ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের ঘোষনা দেয়া হয়।
এবছর পুরস্কারের জন্য সাহিত্য ও সাংবাদিকতায় জাতীয় এবং শিক্ষা ও সংস্কৃতিতে সিলেট অঞ্চলের কীর্তিমানদের মনোনীত করা হয়।

জুরি বোর্ডের বিবেচনায় নির্বাচিতরা হলেন- সাংবাদিকতায় আবেদ খান, সাহিত্যে মশিউল আলম, শিক্ষায় অধ্যক্ষ পরিমল কান্তি দে ও সংস্কৃতিতে নিজামউদ্দিন লস্কর।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে নগদ ৫০ হাজার টাকা, স্বীকৃতি স্মারক, ক্রেস্ট, বরণ-উত্তরীয় দেয়া হবে বলে জানান দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর।
আগামী ২৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চার কীর্তিমানের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।
পুরস্কার প্রদানের জন্য গঠিত জুরি বোর্ডের আহ্বায়ক ছিলেন রামেন্দু মজুমদার। সদস্য হিসেবে ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী ও এমাদউল্লাহ শহিদুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমাদউল্লাহ শহিদুল ইসলাম।

সিলেটভিউ২৪ডটকম/ ১০ জুলাই ২০১৯/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন