আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে দুই চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১০ ১৮:২০:৪৪

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

কামিনীগঞ্জ বাজারস্থ পল্লী চিকিৎসক মো. বেলাল হোসেনকে ডাক্তার পদবী ব্যবহার করায় ও এন্টিবায়োটিক ওষুধ লেখায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২৮ অনুযায়ী এক লাখ টাকা এবং ভবানীগঞ্জ বাজারস্থ ডা. আব্দুল হান্নানকে অতিরিক্ত পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২৯ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান কালে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।



সিলেটভিউ২৪ডটকম/১০ জুলাই ২০১৯/এমএএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন