আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শীঘ্রই ৯৮৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে: শাবি উপাচার্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১১ ১৫:৩৪:৪৪

শাবি প্রতিনিধি :: শীঘ্রই ৯৮৭ কোটি ৭৯ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে এই মন্তব্য করেন উপাচার্য।

এসময় উপাচার্য আরো বলেন, "আমরা অতি দ্রুত ৯৮৭ কোটি ৭৯ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করবো। সাথে আগের ২০০ কোটি টাকার  উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকবে। আশা করি এই প্রকল্প বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতা পাবো। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা গুলো আছে এই প্রকল্প বাস্তবায়ন হলে তা সমাধান হবে বলে আশা করছি।"

এদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাবের পক্ষ হতে সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বাংলা বর্ষপঞ্জিকা উপাচার্যের হাতে তুলে দেন।



সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৯/এএএম/এমডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন