আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

রাজনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১১ ১৯:০৬:৪০

রাজনগর প্রতিনিধি :: ‌“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারের রাজনগর ইয়ূথ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজনগর পৌটিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসোসিয়েশনের সহ-সভাপতি ফুয়াদ আহমদ মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনর রশীদ বক্সের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর সরকারী কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর পৌটিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক সুব্রত শোম, রাজনগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য শিক্ষক শংকর দুলাল দেব, রাজনগর সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ আলী বেগ পাপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করীম সোহেল, রাজনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদউর রহমান ইমরান, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান রাহি প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ও বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা একটি কাঁঠাল গাছের চারা রোপন করেন।



সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৯/এআরএস/এমডি

শেয়ার করুন

আপনার মতামত দিন