Sylhet View 24 PRINT

এডভোকেট মনির উদ্দিন আহমদের শোকসভা শুক্রবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১১ ২০:১৩:১৩

সিলেট :: সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের অন্যতম নেতা, মহান ভাষা আন্দোলন, নানকার প্রথা বিরোধী কৃষক আন্দোলন, তেভাগা কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনসহ এতদ্বাঞ্চলের বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলার সাবেক পিপি, সিলেট ল’ কলেজের সাবেক অধ্যক্ষ, প্রবীণ রাজনীতিবিদ জননেতা এডভোকেট মনির উদ্দিন আহমদ এর শোকসভা শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

শোকসভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. এম জাহাঙ্গীর হোসাইন ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহজাহান কবির।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘প্রবীণ রাজনীতিবিদ জননেতা এডভোকেট মনির উদ্দিন আহমদ এর শোকসভা কমিটি’ এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক এডভোকেট কুমার চন্দ্র রায়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও শোকসভা কমিটি’র অন্যতম সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার সভাপতি রামকৃষ্ণ দাস, সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মামুন আহমদ খান, সাবেক ছাত্রনেতা সুরঞ্জিত তালুকদার, আফজাল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: সুরুজ আলী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি একে আজাদ সরকার, সিলেট জেলা স’মিল শ্রমিক সংঘ এর সভাপতি আইবুর রহমান, শ্রমিকনেতা রমজান আলী পটু, আব্দুস সালাম, নাসির হোসেন প্রমুখ।

‘প্রবীণ রাজনীতিবিদ জননেতা এডভোকেট মনির উদ্দিন আহমদ এর শোকসভা কমিটি’ এর আহবায়ক এডভোকেট কুমার চন্দ্র রায় এক বিবৃতিতে এডভোকেট মনির উদ্দিন আহমদ এর প্রতি অনুরক্ত বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের মহান নেতার স্মরণে আয়োজিত শোকসভায় উপস্থিত থেকে সভাকে সফল করার আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ১১ জুলাই ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.