Sylhet View 24 PRINT

সাস্ট ক্লাবের নির্বাচন: সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার যীশুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১১ ২০:৪৯:০৩

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন (সাস্ট ক্লাব)  নির্বাচনে জয়ী হলে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন আসন্ন সাস্ট ক্লাব নির্বাচনে সদস্য পদপ্রার্থী সায়েদ আব্দুল্লাহ যীশু।

আগামী ১৯ জুলাই (সাস্ট ক্লাব) প্রথম কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সদস্য পদে নির্বাচন করছেন তিনি।

নির্বাচনের বিষয়ে সায়েদ আব্দুল্লাহ যীশু বলেন, ‘সাস্টিয়ানদের আবেগ-অনুভূতি বাস্তবায়নের জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি। দেশে অনেক পুরনো বিশ্ববিদ্যালয় থাকলেও অপেক্ষাকৃত নবীন সাস্টিয়ানদের মত অনুভূতি আদান-প্রদানের কোন প্লাটফর্ম তৈরী করতে পারেনি সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ জায়গাতেই সাস্টিয়ানরা অনন্য। যে কোন মূল্যে আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে চাই। ক্লাবের নেতৃত্বে ভাল-গ্রহণযোগ্য মানুষদের বসাতে চাই, যারা রাজনৈতিক সংকীর্ণতা-দলীয় লেজুরবৃত্তির উর্ধ্বে থেকে কাজ করার মত মেরুদ- সম্পন্ন।’

এসময় তিনি বলেন, ‘সাস্ট ক্লাব লিমিটেড সাস্টিয়ানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। অদূর ভবিষ্যতে সাস্টিয়ানদের উপরতো বটেই নন-সাস্টিয়ানদের উপরও ক্লাবের প্রভাব অলঙ্ঘনীয় হয়ে উঠবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত নবীন হওয়ায় এর গ্র্যাজুয়েটরা এখনও বড় বড় পদগুলোতে যেতে পারেনি। কিন্তু সময়ের ব্যবধানে অনেক বড় পদে অধিষ্ঠিত হবেন অনেকেই। এসব ছোট-বড় সকল পদের মানুষের প্রাণকেন্দ্র সাস্ট ক্লাব, অনুভূতির বাতিঘর। তাদের সহযোগিতায় অনেক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। নির্বাচিত হলে সেসব কার্যক্রম বাস্তবায়নে জোর দেব, সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে চেষ্টা করব, আরও বেশি অংশগ্রহণমূলক করব ক্লাবের কার্যক্রম।’

এসময় তিনি আরো বলেন, ‘কখনোই কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। তারপরও ব্যক্তি স্বার্থে কেউ কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন, এখনো করছেন। সব সময়ই সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করি। বলাটা যাদের বিপক্ষে যায়, তারাই অপপ্রচার করেন বেশি। নিন্দার ছলে অপপ্রচার করলেও, আমার জন্য বেশ উপভোগ্য। অপকারের চেয়ে তারা আমার উপকারই বেশি করেন। তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা।’
 

উল্লেখ্য, সায়েদ আব্দুল্লাহ যীশু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০১-০২ সেশনে ১২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ, ছিলেন। নরসিংদী থানা জনকল্যাণ সমিতির প্রচার সম্পাদক এবং শাবিস্থ নরসিংদী জেলা ছাত্র সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে তিনি, সাস্ট ক্লাব লিমিটেড’র প্রতিষ্ঠাতা-আজীবন সদস্য, ‘সাস্টিয়ান নরসিংদী’র সাধারণ সম্পাদক এবং সমাজবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন অব সাস্ট ও ঢাকাস্থ শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য। বর্তমানে তিনি পূবালী ব্যাংক লিমিটেড’র প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১১ জুলাই ২০১৯/ এএএম/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.