আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে মাছের বাজারে অভিযান, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১২ ০০:১৮:৪৫

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জে ফরমালিন বিরোধী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে উপজেলা সদরের বালাগঞ্জ বাজারের মাছের বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির অভিযোগে দুই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নির্মল চন্দ্র বণিকসহ বালাগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে বাজারে ফরমালিনযুক্ত মাছ পাওয়া যায়নি। তবে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির অভিযোগে দুই মৎস্য ব্যবসায়ীকে নগদ ১হাজার টাকা জরিমানা করা হয়।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৯/জেআরজে/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন