আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘মাদক ব্যবসায়ীদেরকে সকল স্থান থেকে বহিস্কার করতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১২ ০০:২৬:৩৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সমাজ থেকে ‘মাদক-সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদ’ নির্মুল করতে হলে পিতা-মাতাসহ আমাদের সবাইকে আরোও সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ীদেরকে সমাজের সকল স্থান থেকে বহিস্কার করতে হবে। মাদক ব্যবসায়ীদেরকে বহিস্কার করার মাধ্যমেই আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। জনবান্ধব পুলিশিং সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তাই অপরাধ নির্মূলে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করতে হবে। কারও বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা দিলে ফাঁসবেন, আর সত্য ঘটনায় মামলা দিলে সঠিক বিচার পাবেন।

তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘মাদক-সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, উপজেলায় হয় পুলিশ থাকবে, না হয় গরু চোর থাকবে। দুটি এক সাথে থাকতে পারবে না, তাই যেকোন ভাবেই উপজেলায় থাকা সকল গরু চোরদেরকে আইনের আওতায় এনে গরু চুরি বন্ধ করতে হবে। প্রবাসীরাও পাবেন সর্বোচ্চ আইনী সহযোগীতা। কারণ থানায় থাকবে প্রবাসী বান্ধব পুলিশ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা বাহা উদ্দিন ও গীতা পাঠ করেন সাবেক শিক্ষক নিহার রঞ্জন চক্রবর্তী।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল।

সভায় বক্তব্য রাখেন- দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন ভূঁইয়া, জাতীয় পার্টি নেতা আবদুর রব, জয়নাল আবেদীন, শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, যুবলীগ নেতা শাহ আলম খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সংগঠক ফজল খান, ভোক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন শাহীন আলম, আলপনা বেগম, মুহিত চৌধুরী, শওকত আলী, মাছুমা বেগম, ফখর উদ্দিন, শামসুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা রনজিৎ ধর রন, মকদ্দুছ আলী, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, প্রভাষক রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, শিক্ষক নেহারুন নেছা, এইচ এম আক্তার ফারুক, কবির উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, নূর উদ্দিন, আবুল কাশেম, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা সাফায়েত খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সদস্য আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক অসিত রঞ্জন দেব, আশিক আলী, রোহেল উদ্দিন, জাহাঙ্গীর আলম খায়ের, আক্তার হোসেন শাহেদ, সংগঠক নূরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৯/পিবিএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন