আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সুরমা-কুশিয়ারার গর্জনে ‘ডেঞ্জার সিগন্যাল’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১২ ১৩:৫৭:১৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ-নদীর পানি। দুপুর ১২টার রিডিং অনুযায়ী সিলেটে সুরমা, কুশিয়ারাসহ নদীগুলোর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্র জানিয়েছে- বেলা ১২টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ‌দশমিক ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কানাইঘাটে প্রবাহিত হয়েছে বিপদসীমার ১.১১ মিটার উপর দিয়ে।

কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলায় প্রবাহিত হয়েছে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে। শেরপুরে প্রবাহিত হয়েছে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে।

জৈন্তাপুরে সারী নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে এবং কানাইঘাটে লোভাছড়ার পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এছাড়া সকাল ৯টার প্রাপ্ত তথ্যে জকিগঞ্জের আমলশীদে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন