Sylhet View 24 PRINT

সোপান’র রজত জয়ন্তি উৎসবের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১২ ২০:১০:৩৭

সিলেট :: সিলেটের ঐতিহ্যবাহী শিশুদের চারু, নৃত্য, তবলা, আবৃত্তি ও সঙ্গীত বিদ্যালয় সোপান’র রজত জয়ন্তি উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সোপানের উন্নয়নে সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্থ করেন মেয়র আরিফ।

সোপানের অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউন্সিলর এবিএম জিল­ুর রহমান উজ্জল, বিএফএ চিত্রশিল্পী মো. আফতাব আনোয়ার, যুক্তরাজ্য প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবিদ আলী।

সোপানের সাধারণ সম্পাদক শ্রীপদ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সোপান সিলেটের অর্থ সম্পাদক শ্যামল দে, শিক্ষক আব্দুল মালিক, শাহিন আহমদ, এন. যোগোশ্বর অপু, বিধান দেব চয়ন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৯/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.