আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

৬নং ওয়ার্ডের মসজিদ-মন্দিরে সিসিকের অনুদান প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৩ ০০:৫৯:৫৪

নিজস্ব প্রতিদেবক :: সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ৬নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকগুলো হস্তান্তর করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

চৌকিদেখী জামে মসজিদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মোতাওয়াল্লী আবু নসর বকুল, কোষাধ্যক্ষ সোহরাব আহমদ পবলু, সৈয়দ নাসির উদ্দিন সিপাহ শালার জামে মসজিদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মোতাওয়াল্লী আনোয়ার হোসেন আনা মিয়া, লুৎফুর রহমান চৌধুরী, জাহিদুল হোসেন মাসুদ, শহীদুল হোসেন মামুন, কুমিল্লা লাইন পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মোতাওয়াল্লী মুহিবুর রহমান, মিজানুর রহমান, আঙ্গুর মিয়া জামে মসজিদের পক্ষে চেক গ্রহণ করেন মোতাওয়াল্লী আমিনুর রহমান খসরু, শফিকুর রহমান, আলী আকিক, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পক্ষে চেক গ্রহণ করেন সভাপতি ননী গোপাল পাল, জি ডি রুমু, মু্ক্তিযোদ্ধা অনন্ত দাস, মনজিৎ রানী, রনি পাল, ইলাশকান্দি জামে মসজিদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সাহেদ আহমদ, ফারুক আহমদ, বাদাম বাগিচা জামে মসজিদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন সুলতান আহমদ, আব্দুস শহীদ, খন্দকার ফায়েকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন আনা মিয়া, শফিকুর রহমান, নুরুল ইসলাম, আলতা মিয়া, আব্দুল কাদির, মো. ছমির আলী, কাপ্তান মিয়া, হামিদুল হক বেলু, মফিজুর রহমান বারেক, আব্দুল খালিক নান্নু মিয়া, মো. শাহজাহান, আবু নসর বকুল, লুৎফুর রহমান চৌধুরী, আলী আকিক, শামসুল ইসলাম চুনু, নিরদ দেবনাথ, ননী গোপাল পাল, আব্দুর রহমান জামাল, এডভোকেট কামাল উদ্দিন, খন্দকার ফায়েকুজ্জামান, শামসুল হক, সিরাজুল হোসেন আলমগীর, হায়দার মোহাম্মদ ফারুক, শহীদুল হোসেন মামুন, ভৈরব দেবনাথ, জি ডি রুমু, সোহরাব আহমদ পবলু, সমীরন নাথ খোকন, সানাউর রহমান সানু, সুলতান আহমদ, মিজানুর রশীদ কান মাসুদ, আমিনুর রহমান খছরু, আব্দুস শহীদ, আব্দুল জলিল অনু, জাহিদুল হোসেন মাসুদ, আব্দুর রহিম খান, মিজানুর রহমান ফখরুল, বিপুল চন্দ্র নাথ, বিরেন্দ্র দেব নাথ, গৌরাঙ্গ চক্রবর্তী, রনজিৎ চন্দ, শাহ সিরাজ আলী, সাহেদ আহমদ টিপু, মো. মাহবুবুর রহমান, মুহিন মিয়া, ফটিক মিয়া, ফারুক আহমদ, আঞ্জর আলী, তুহিন নাগ, সাহেদ আহমদ, মনসুরুর রহমান মনন, রুহুল আমিন লাভলু, রুহুল আমিন, পাপ্পু, তন্ময় নাগ, এনাম আহমদ, জুয়েল তালুকদার, সুভাষ দেবনাথ, আবির আহমদ স্বপন, সদরুল ইসলাম লোকমান, সালমান আহমদ রানা, মুরাদ আহমদ, আব্দুর রহিম, প্রভাষ দেবনাথ, নিতাই দেবনাথ টুবুল, উজ্জল দেবনাথ, পিংকু দেবনাথ, সাকিব আহমদ, সাদ্দাম আহমদ, কাওসার আহমদ, রায়হান আহমদ, শফিকুল হক শামীম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুলাই ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন