আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট থেকে গ্রেফতার এফআইসিএল’র চেয়ারম্যান শামীম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ১৩:৫৫:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস :: ফার ইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (এফআইসিএল) চেয়ারম্যান শামীম কবিরকে সিলেটের জৈন্তপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামি শামীম কবিরের (৪৫) গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পোটকরা গ্রামে।

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, শামীম কবির ফার ইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে ৩০০ কোটি টাকা আত্মসাত করেছেন। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ মোট ২৮টি মামলা রয়েছে। সে চার বছর থেকে পলাতক ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, তার কাছ থেকে একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো- চ ১৩-৬৯৪৬), দুইটি মোবাইল সেট, শামীম কবিরের পাসপোর্ট, ২৯ টি জমির দলিল, ডিভিআর, চারটি চেক বই উদ্ধার করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৯/কেআরএস/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন