আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের যে তিন ইউনিয়নে যানবাহন চলবেনা দুইদিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ১৮:৫১:০০

এনামুল কবীর :: সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট ও কানাইঘাটের ৩টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামী ২৫ জুলাই।

এ উপলক্ষে ২৩ জুলাই থেকে বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও, জৈন্তাপুর উপজেলার নিজপাট ও কানাইঘাট ইউনিয়নের সাতবাঁক ইউনিয়ন পরিষদের উপনির্বাচন।

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ২৩ জুলাই রাত ১২টা ২৫ জুলাই রাত ১২টা পর্যন্ত এ তিন  ইউনিয়নে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ২৪ জুলাই রাত ১২টা থেকে ২৫ জুলাই রাত ১২টা পর্যন্ত এ তিন ইউনিয়নে অটোরিকশা, ইজিবাইক, টেক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস-ট্রাক, টেম্পু, ইনিঞ্জনচালিত নৌকা ও  স্পিডবোট চলাচল করতে পারবেনা।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, নির্বাচনী অ্যাজেন্ট, পর্যবেক্ষক, সাংবাদিক ও নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, বিদ্যুৎ ও ডাক বিভাগের যানবাহন চলাচল করতে পারবে বলেও জনিয়েছেন  সিলেটের জেলা প্রশাসক।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুলাই ২০১৯/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন