আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জৈন্তাপুরে বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ২১:০৬:২১

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নির্বাহি ম্যাজিস্ট্র্যাট আশরাফুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নাজরাতুন নাঈম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা সহকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়া উপজেলার নিজপাট, দরবস্ত ও চারিকাটা ইউনিয়ন পরিষদে বন্যা দূর্গতদের মধ্যে চাউল বিতরণ করেন তারা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ জানান, টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে তৃতীয় দফায় বন্যায় জৈন্তাপুর উপজেলার ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে চাল বিতরন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের কাছে আরও ত্রাণের জন্য আবেদন করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৯/এমএইচ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন