আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

এমসির মোহনার নতুন কার্যকরী পর্ষদের অভিষেক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৬ ২২:১৭:১৫

সিলেট :: মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র ২০১৯-২০২০ মেয়াদের কার্যকরী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জুলাই) বিকেল পাঁচটায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৌরভ পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরারিচাঁদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুরা জামান দিনার সঞ্চালনায় এবং মোহনার বর্তমান সভাপতি মো. টিপু শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, চ্যানেল ২৪ সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ।

মোহনার সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, দোলন আহমদ, সামসুদ্দিন সামস।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, তমালিকা তালুকদার, মুন্না রানী দেব, দিলোয়ার হোসেন, আব্দুল আলিম জুয়েল, আহনাফ আবির, মামুনুর রশিদ মামুন, মিলাদ আহমেদ, কনকলতা দেবনাথ, শহীদুল্লাহ্  কায়সার, রাজু মিয়া।

মুরারিচাঁদ কলেজের অন্যান্য সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটার মুরারিঁচাদ ও মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যবৃন্দ।

২০১৯-২০২০ মেয়াদের কার্যকরী পর্ষদের দায়িত্বপ্রাপ্তরাা হলেন- সভাপতি মো. টিপু শিকদার, সহ-সভাপতি মেহেদী হাসান সুজন, জান্নাতুল ফেরদৌস মৌসুমি, সাধারণ সম্পাদক সৌরভ পাল, সহ- সাধারণ সম্পাদক এম এইচ বি শাহরিয়ার, পরমা রাণী মিতু, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়শ্রী দাস জয়া, মাশরুরা জামান দিনা, সাংস্কৃতিক সম্পাদক, অয়ন পাল অপু, সহ-সাংস্কৃতিক সম্পাদক পল্লবী দাস মৌ, শামীম আহমেদ, অর্থ সম্পাদক রাফসান রহমান, সহ-অর্থ সম্পাদক ছাদিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক রাজীব চন্দ্র বৈষ্ণব, সহ -দপ্তর সম্পাদক শাহ্‌ রাকিবুল হাসান রাফি, প্রচার সম্পাদক সায়েম আহমদ, সহ- প্রচার সম্পাদক ফাল্গুনী চৌধুরী ঐশী, সাহিত্য সম্পাদক সুষমা সিংহ , সহ -সাহিত্য সম্পাদক, মৌমিতা দেব চৈতী, মহিলা বিষয়ক সম্পাদক মনীষা রানী দাস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুস্মিতা দত্ত চৈতী।

কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য হলেন অমিত চন্দ্র নাথ,  হীদুল্লাহ কাওসার চৌধুরী, এমদাদ আহমেদ তুষার, আলমগীর হোসেন, ডেইজি দাস জুঁই, মল্লিকা দেবী মিলি, শাহ্‌ খায়রুল হাশর শাহীন, দেবশ্রী দেব শর্মী, অরণী জাহান আবিরা, আব্দুল্লাহ আল মামুন (জু.)।

অনবদ্য সদস্য শুভাশিস চক্রবর্তী ও দিলোয়ার হোসেন।

কার্যকরী পরিষদের সাধারণ সদস্য হলেন আন্নামা চৌধুরী, কৃত্তিকা রায় কৃষ্টি, কংকন আচার্য, ফাহিম আলম সৌমিক, মৌসুমি মজুমদার, ইসমত আরা প্রিয়া, মৌলি চক্রবর্তী, নীলিমা আক্তার নীলা, শেখ উবায়দা ইসলাম সাদিয়া, সুমি রায়, ইমু চৌধুরী, স্বপ্লীল চৌধুরী, খাদিজা আক্তার সাবরিন, আশরাফুল আম্বিয়া আশরাফ, রায়হান আহমেদ তুষার, মুনতাহা আক্তার ফাইজা, আমিনা আক্তার চৌধুরী, অদিল আহমদ নাঈম, কামরুজ্জামান, মুসলেহ উদ্দিন মোনাইম, সাজ্জাদ হোসেন সোহাগ, চিন্ময় দেব, দীপা বিশ্বাস, আজমল হোসাইন ও শ্রীবাস দাস।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০১৯/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন