আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সিটি কর্পোরেশনকে ত্রাণ দিয়েছে জেলা প্রশাসন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ০০:০৮:০৯

এনামুল কবীর :: সিলেট সিটি কর্পোরেশনকে ত্রাণ দিয়েছে সিলেট জেলা প্রশাসন। সিটি কর্পোরেশন এলাকায় বিতরণের জন্য ২ টন চাল সিসিক কর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এবারের বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের একাধিক ওয়ার্ডের প্রায় ২শ’টি পরিবার বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের বস্তিবাসীরা।

এছাড়াও কাজিরবাজার, মাছিমপুর, কুশিঘাট, শেখঘাট, ছড়ারপার, উপশহর ইত্যাদি এলাকার অনেক মানুষ এখনো পনিবন্দী। তারা নিয়মিত কাজে যেতে পারছেন না। কেউ কেউ ঘর থেকে বের হতে পারলেও ঠিকমতো কাজকর্ম চালিয়ে যেতে পারছেন না। আয়ও হচ্ছেনা।
দরিদ্র এই মানুষগুলোর জন্য জেলা প্রশাসন থেকে ২টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে এই ত্রান বিতরণ করা হবে।

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের পানিবন্দীদের জন্য এই ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। ভয়ের কোন কারণ নেই। প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ জুলাই ২০১৯/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন