Sylhet View 24 PRINT

জকিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৮ ০১:২২:৪৭

জকিগঞ্জ প্রতিনিধি :: জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা মৎস্য দপ্তর। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফনি ভূষণ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য রিপন আহমদ, নিবাহী সদস্য আল হাছিব তাপাদার, সংবাদকর্মী মেহেদী হেলাল, ওমর ফারুক প্রমূখ।

এ সময় মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী সংবাদিকদের জানান, জকিগঞ্জে চাহিদা মাফিক মৎস্য উৎপাদন হচ্ছে। সরকার মৎস্য চাষে ব্যাপক গুরুত্ব দিয়ে যাচ্ছে। বাজারে ফরমালিনযুক্ত মাছ যাতে বিক্রি না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। সরকার মৎস্যজীবি ও মৎস্য চাষীদেরকে ঋণ দিয়েছে।

জকিগঞ্জে মাছ চাষ বৃদ্ধি করতে আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। মৎস্য সপ্তাহকে সফল করতে তিনি সরকারী, বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা, মৎস্য চাষী, মৎস্যজীবি, জেলে, মাছ বিক্রেতাদের সহযোগীতা কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৯/আহাতা/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.