Sylhet View 24 PRINT

সিলেট বেতারের গাছ কেটে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ০১:২৪:২৯

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে বন বিভাগের অনুমতি না নিয়ে ১৪৩টি গাছ তেকে বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেট সদরের সহকারী বন সংরক্ষক আবু বকর সিদ্দিককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বন বিভাগ সুত্র জানিয়েছে। কমিটির অন্য দুই সদস্য হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লা আল মামুন ও সিলেট রেঞ্জের ফরেস্ট রেঞ্জার দেলোয়ার হোসেন।

লিখিতভাবে তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার জন্য সময় নির্ধারণ করে দেয়া না হলেও মৌখিকভাবে তাদেরকে এ সপ্তাহ সময় দেয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৯/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.