আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বন্যায় ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগিতা দেয়া হবে: পরিবেশ মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ১৯:০৯:৩১

জুড়ী প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী। বাংলাদেশের মানুষ সাহসিকতার সাথে তা মোকাবেলা করতে পারে। সাম্প্রতিক কালে অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সক্ষম হব। বন্যা আক্রান্তদের ভয়ের কারণ নেই। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি শুক্রবার বিকেল ৫টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিলাদ চৌধুরী।

এছাড়া উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের বন্যার্তের মাঝে ৩ মে. টন চাল ও  ২৪০ জনের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।



সিলেটভিউ২৪ডটকম/২০ জুলাই ২০১৯/এমএএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন