আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে মৎস্য কর্মকর্তা ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সমঝোতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ২১:০৮:৩৩

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যকার সৃষ্ট সমস্যার অবসান হয়েছে।

গত বুধবার (১৭ জুলাই) দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন। এতে সাংবাদিক নামধারী কিছু বিতর্কিত ব্যক্তিবর্গের উপস্থিত থাকায় প্রতিবাদ হিসেবে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় সভা বর্জন করেন।পরবর্তীতে প্রেসক্লাব সাংবাদিকরা মৎস্য অফিসের সকল সংবাদ বর্জনেরও ঘোষণা দেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কিছু অনাহুতদের উপস্থিতির বিষয়ে দুঃখপ্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরণের আয়োজনে আরো সতর্ক থাকা হবে বলে তিনি আশ্বস্থ করেন।

বৈঠকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক রনিক পালসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৯/আরপি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন