আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে সেই ‘সম্রাট’র মূল্য এখন ২৬ লাখ টাকা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ১৮:২১:২২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ঈদ উল আযহাকে কেন্দ্র করে সিলেট নগরীর সবচেয়ে বড় পশুর হাট কাজীরবাজারে এবার বিরাট আকারের গরু দেখা যাচ্ছে। তন্মধ্যে ‘সম্রাট’ নামের একটি গরুর মূল্য এক দিনের ব্যবধানেই ১০ লাখ টাকা বাড়িয়ে দিয়েছেন এর মালিক। অন্যদিকে ক্রেতাদের দামাদামিতে গরুটির দাম বেড়েছে এক লাখ টাকা।

সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াইয়ের শান্ত ‘সম্রট’ নামের গরুটি কাজীরবাজার পশুর হাটে নিয়ে এসেছেন। তার দেওয়া তথ্য অনুসারে, গরুটির ওজন প্রায় ৪০ মণ।

কাল শুক্রবার পর্যন্ত তিনি গরুটির মূল্য ১৬ লাখ টাকা চাইছিলেন। ক্রেতারা এটি দাম করেছিলেন ৭ লাখ টাকা।

আজ শনিবার কাজীরবাজার হাটে গিয়ে দেখা যায়, মালিক শান্ত ‘সম্রট’র মূল্য চাইছেন ২৬ লাখ টাকা। এক দিনের ব্যবধানেই গরুটির মূল্য ১০ লাখ বাড়িয়ে দিয়েছেন মালিক। মূলত বাজারে দেশীয় গরুর চাহিদা বেশি থাকায় তিনি মূল্য বাড়িয়ে দিয়েছেন।

‘সম্রাট’র মালিক শান্ত সিলেটভিউকে জানান, আজ শনিবার বিকাল পর্যন্ত এই গরুটির দাম ৮ লাখ টাকা ওঠেছে। কাল শুক্রবার ৭ লাখ টাকা পর্যন্ত দাম ওঠেছিল।

সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৯/শাদিআচৌ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন